Cadet College Admission Preparation : Model Test [Bangla]

In order to help students best prepare for the cadet college admission test 2022, we constantly puts up helpful model tests involving all four subjects in the Syllabus.

In this article, we have produced a model test involving just Bangla segment of the cadet college syllabus 2022.

Here’s the Model Test Regarding Bangla Subject :

মডেল টেস্ট ১ (আংশিক), বাংলা ৬০

১. এক কথায় উত্তর দাও : ১ x ১০ = ১০


ক। মুহম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ের অধ্যাপক ছিলেন?
খ। ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কী?
গ। জন্মের আগেই মিনু কাকে হারিয়েছিল?
ঘ। ‘বন্ধুর’ এর বিপরীত শব্দ লিখ।
ঙ। জৈতুন বিবি কী ভেজে চাঙারি বোঝাই করে দিয়েছিল?
চ। পৃথিবীর কোন শহরে দুই-এক ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয় না?
ছ। রোকনুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
জ। ‘যদ্যপি’ শব্দটির চলিত রূপ কী?
ঝ। মধ্যদিনের নরম ছায়ায় কে ডাকছে?
ঞ। ‘ধোপাকে কাপড় দাও’। – ‘ধোপাকে’ কোন কারকে কোন বিভক্তি?

২. সঠিক উত্তর বাছাই করে লিখ : ১x ৫ = ৫


ক। কোনটির দুটি পুং লিঙ্গ হয়? গায়ক / নায়ক / ননদ / খোকা
খ। কোন শব্দটির মধ্যে তিনটি যুক্ত ব্যঞ্জনবর্ণ আছে? অবস্থা / রাষ্ট্র / যজ্ঞ / অঞ্চল
গ। কোন শব্দের স্ত্রীবাচক শব্দ ব্যবহারে লিঙ্গান্তর করা হয়? সভাপতি / কবি / বর / গায়ক
ঘ। কোন বানানটি শুদ্ধ? পূর্বাহ্ন / অপরাহ্ন / মধ্যাহ্ন / সায়াহ্র
ঙ। বাংলা বর্ণমালায় নিলীন বর্ণ কোনটি? অ / আ / ই / ঈ

৩. শূন্যস্থান পূরণ কর : ১ x ১০ = ১০


ক। ‘মায়াবী’ এর স্ত্রী লিঙ্গ—-।
খ। মাদার তেরেসা——নোবেল পুরষ্কার পান।
গ। —– কোন কবি বিদেশি কবিতা বাংলায় অনুবাদ করেছেন।
ঘ। —- গল্প আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে।
ঙ। ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত ২৫ টি ব্যঞ্জন ধ্বনিকে—— বলে।
চ। সকাল ও বিকাল বেলায় সূর্যরশ্মি হাওয়ার স্তরকে ———পেরিয়ে আসে।
ছ। ————- ধ্বনি উচ্চারণের সময় ¯^রতন্ত্রী বেশি অনুরণিত হয়।
জ। ————- বছর বয়সে সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয়।
ঝ। নির্মল হৃদয়————- সালে প্রতিষ্ঠিত হয়।
ঞ। কবি শামসুর রহমান————- শহরে মৃত্যুবরণ করেন।

৪. সত্য/মিথ্যা নির্ণয় কর : ১ x ৫ = ৫


ক। ‘আলো ও ছায়া’ রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ।
খ। সবচেয়ে বড় পিরামিড বানাতে ২০ বছর লেগেছিল।
গ। রোকনুজ্জামান ২০০১ সালে মারা যান।
ঘ। সাধু ভাষার বৈশিষ্ট্য গাম্ভীর্যপূর্ণ।
ঙ। শহিদ মিনার উদ্বোধন করেন ২ জন ব্যক্তি।

READ MORE : You May Like This Below Link Also (just click) :

Cadet College Admission Preparation 2022 : Current Affairs

https://campusplanet.net/cadet-college-admission-preparation-2022-current-affairs/

৫. বামপাশের সাথে ডানপাশের মিল করে লিখ : ১ x ৫ = ৫


গ্রন্থের নাম লেখক/কবি উত্তর


ক. অলৌকিক ইস্টিমার আল মাহমুদ
খ. আগন্তুক শওকত ওসমান
গ. ডিগবাজি সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. বিদায় আরতি জসিমউদ্দীন
ঙ. ধানক্ষেত হুমায়ুন আজাদ

সঠিক উত্তরটি খাতায় লিখ : ১ x ১০ = ১০


৬. সারাংশ লেখায় কোনটির প্রয়োজন নেই?
ক। সরলতা খ। সংক্ষিপ্ত গ। অলংকার ঘ। প্রাঞ্জলতা
৭. কোনটি তুর্কি শব্দ?
ক। রিক্সা খ। চাহিদা গ। দারোগা ঘ। খদ্দর
৮. দাঁড়ি চিহ্নের অপর নাম কী?
ক। পাদচ্ছেদ খ। পূর্ণচ্ছেদ গ। যতিচিহ্ন ঘ। ছেদচিহ্ন
৯. ‘ডাঁটো’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক। কঠিন খ। পুষ্ট গ। সমর্থ ঘ। শক্তি
১০. উটের চোখের ওপর মোটরের হেডলাইট পড়াতে কেমন দেখাচ্ছিল?
ক। লাল খ। নীল গ। সবুজ ঘ। হলুদ

১১. কোনটি মিশ্র শব্দ?
ক। পাদটিকা খ। ডালভাত গ। হেড-পন্ডিত ঘ। নামায-রোজা

১২. কোন দ্বিরুক্তিটি ধনাত্মক?
ক। কনকনে খ। শনশন গ। হাতেনাতে ঘ। পড়োপড়ো

১৩. কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
ক। সতীন খ। দাদী গ। আয়া ঘ। শিক্ষিকা

১৪. মাদার তেরেসা প্রথম স্কুল খোলেন কোথায়?
ক। ঢাকায় খ। কোলকাতায় গ। দিল্লিতে ঘ। আলবেনিয়ায়

১৫. কোন জগতে মিনুর শত্রু-মিত্র সব আছে?
ক। অন্তরের খ। কল্পনার গ। আকাশের ঘ। শুকতারার

১৬. তথ্য প্রযুক্তির অবাধ বিকাশ ব্যক্তির নিজস্ব সাহিত্য চর্চার বিকাশকে রুদ্ধ করছে। তুমি কী এ বিষয়ে একমত? তোমার নিজস্ব ভাবনা একটি অনুচ্ছেদ আকারে তুলে ধর। (নিজে কর) ৫ x ১ = ৫

১৭. সড়ক দূর্ঘটনা প্রতিরোধে তুমি ৫টি সুপারিশ লিখ। (নিজে কর) ৫ x ১ = ৫

১৮. একজন আদর্শ মানুষের বৈশিষ্ট্য সম্বন্ধে ৫ টি বাক্য লিখ। (নিজে কর) ৫ x ১ = ৫

উত্তরপত্র মিলিয়ে নাও :

১. এক কথায় উত্তর দাও : ক. বাংলা খ. গোপন রাখার চেষ্টা গ. বাবাকে ঘ মসৃণ/সমতল ঙ. মুড়ি চ. কায়রো ছ.ফরিদপুর জ. যদিও ঝ. ঘুঘু ঞ. কর্মে দ্বিতীয়া ।

২. সঠিক উত্তর বাছাই করে লিখ : ক. ননদ খ. রাষ্ট্র গ. কবি ঘ. মধ্যাহ্ন ঙ. অ।

৩. শূন্যস্থান পূরণ কর : ক. মায়াবিনী খ. শান্তিতে গ. সত্যেন্দ্রনাথ দত্ত ঘ. তোলপাড় ঙ. স্পর্শ/বর্গীয় চ. আড়াআড়িভাবে ছ. ঘোষ ধ্বনি জ. ৪০ বছর ঝ. ১৯৫২ সালে ঞ. ঢাকা।

৪. সত্য/মিথ্যা নির্ণয় কর : ক. মিথ্যা খ. সত্য গ. মিথ্যা ঘ. সত্য ঙ. সত্য।

৫. বামপাশের সাথে ডানপাশের মিল করে লিখ : ক. হুমায়ুন আজাদ খ. আল মাহমুদ গ. শওকত ওসমান ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত ঙ. জসিম উদ্দীন ।

৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. গ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ

মডেল টেস্ট ২ [বাংলা]

উদ্ধৃতির বাক্যগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও : ১ x ১০ = ১০


১. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে তিনি অসাধারণ পান্ডিত্যের পরিচয় দিয়েছেন। বিদ্বজনেরা তাকে জ্ঞানতাপস উপাধি দিয়েছেন। তিনি কে?
২. স্পর্শবর্ণের অন্তর্ভুক্ত কয়েকটি বর্ণ উচ্চারণের সময় মুখবিবরের বায়ু মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয় তাকে কী বর্ণ বলে?
৩. বাংলাদেশের বিজ্ঞান বিষয়ক সাহিত্যচর্চার ইতিহাসে তিনি পথিকৃতের ভ‚মিকা পালন করেছেন। তোমার চারুপাঠ বইয়ের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধটিও তার লেখা। তার নাম কী?
৪. এ বিরামচিহ্নটি কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে ব্যবহার করা হয়। বিরামচিহ্নটির নাম কী?
৫. বাংলার সাহিত্যাকাশে বিশ্বকবি হিসেবে খ্যাত। তোমার পাঠ্যবইয়ের জন্মভ‚মি কবিতাটিও তাঁর লেখা। তাঁর নাম কী?
৬. গ্রন্থটিকে বানান শেখার বিশ্বস্ত গ্রন্থ বলে অভিহিত করা হয়। গ্রন্থটির নাম কী?
৭. কালো রঙের হাঁস জাতীয় পাখিকে পানকৌড়ি বলে। এরূপ অনুষঙ্গ তোমার চারুপাঠ বইয়ের কোন কবিতায় ফুটে উঠেছে?
৮. মিনু যেদিন ছাদে হলদে পাখিটা দেখতে পেল, সেদিন তার শারীরিক অবস্থা কীরূপ ছিল?
৯. তিনি বঙ্গবন্ধুকে সবার উপরে স্থান দিয়েছে। তিনি কে?
১০. ১৯৫২ সালের ২৬ জানিয়ারি তিনি ঘোষণা করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তিনি কে?

১১. নিচের বিরামচিহ্ন সমূহের নাম লিখ : ১ x ৫ = ৫
, → ; → ! → : → :- →

১২. প্রতিটি প্রশ্নের ৩টি উত্তর আছে যার ২টি ভুল এবং ১টি সঠিক। সঠিক উত্তরটি খাতায় লেখ : ১ x ১০ = ১০

ক. ‘মুখ’ শব্দটি কোন বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় নি? সদ্ভাব / মর্যাদা / গালমন্দ
খ. কোনটি একবচনের উদাহরণ? শিক্ষক ছাত্র পড়াচ্ছেন / মানুষ মরণশীল / বনে বাঘেরা থাকে
গ. কেবল উন্নত প্রাণীর বহুবচনে কোনটি ব্যবহৃত হয়? সমূহ / নিচয় / গণ
ঘ. কোনটি শুদ্ধ? পুক্সখানুপুক্সখ / পুক্সখানুপূক্সঘ / পুক্সখানুপুন্থ
ঙ. ‘নলিনী’ শব্দটির প্রতিশব্দ কোনটি? পর্বত / বায়ু / পদ্মফুল
চ. অভাব অর্থে ‘আ’ উপসর্গের উদাহরণ কোনটি? আনচান / আকাল / আগুয়ান
ছ. কোন যুক্তবর্ণটি ভিন্ন? বিজ্ঞান / অঞ্চল / অনুজ্ঞা
জ. ফেরেশতাকে ইহুদিদের নিকট কে পাঠালেন? মন্ত্রী / আল্লাহ / রাজা
ঝ. ‘সর্বাঙ্গ’ অর্থ কী? সারা অঙ্গন / সারা শরীর / সারা দেশ
ঞ। ‘প্রাতঃকাল’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রাত + কাল / প্রাতক + আল / প্রাতঃ + কাল

১৩. নিচের শব্দগুলোর কোনটি কোন পদ তা লেখ : ১ x ৫ = ৫

কাজ →
কুণ্ঠিত →
তাকে →
আর →
কুসুমিত →

১৪. নিচের বামপাশের তথ্যের আলোকে ডানপাশ মিল কর : ১ x ৫ = ৫
ডানপাশ বামপাশ
ক। ব্যাকরণের অন্যতম প্রধান কাজ রূপতত্তে¡
খ। ‘পুরুষ’ আলোচিত হয় এন বি হ্যালহেড
গ। কারক ও সমাস আলোচিত হয় ভাষা বিশ্লেষণ করা
ঘ। ধ্বনির লিখিত রূপকে বলে শব্দতত্তে¡
ঙ। সার্থকভাবে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন বর্ণ

READ MORE : You May Like This Below Link Also (just click) :

Military Collegiate School Khulna (MCSK) Admission Circular 2022 : Application Period Dec 5 To Feb 1

https://campusplanet.net/mcsk-admission-circular-2022-application-period-dec-5-to-feb-1/

১৫. সত্য/মিথ্যা নির্নয় কর :

ক। ‘গীতাঞ্জলী’ বানানটি শুদ্ধ।
খ। ‘ডুমুরের ফুল’ বাগধারাটি শুদ্ধ।
গ। ‘সুন্দর মেয়ে’ শব্দটি শুদ্ধ।
ঘ। ‘পুষ্প’ ও ‘প্রসূন’ সমার্থক শব্দ।
ঙ। ‘সিংহী’ শব্দটি পদ পরিবর্তন যোগে স্ত্রীবাচক শব্দ।

১৬. যুক্তবর্ণগুলো ভেঙে লিখ : ১ x ৫ = ৫
হ্ন → ; জ্ঞ → ; ঞ্চ → ; হ্ম → ; ঞ্জ → .

১৭. ভাব-সম্প্রসারণ লিখ : [৫]


‘স্বদেশের উপকারে নাই যার মন,
কে বলে মানুষ তারে পশু সেই জন।’

১৮. অনুচ্ছেদ লিখ : ‘জাতীয় স্মৃতিসৌধ’ [৫]


১৯. বঙ্গানুবাদ কর : ৫


ক. Respect your parents. →
খ. Nobody trusts a liar. →
গ. He talks less but labors more. →
ঘ. To speak the truth is a great virtue. →
ঙ. The rich are not always happy. → 

উত্তর মিলিয়ে নাও [মডেল টেস্ট ২] :

উদ্ধৃতির বাক্যগুলো পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও : ১. ড. মুহাম্মদ শহীদুল্লাহ ২. নাসিক্য/অনুনাসিক বর্ণ ৩. আবদুল্লাহ আল মুতী ৪. সেমিকোলন ৫. রবীন্দ্রনাথ ঠাকুর ৬. অভিধান ৭. বাঁচতে দাও ৮. জ্বর এসেছিল ৯. পাল মশাই ১০.খাজা নাজিমউদ্দিন।

১১. নিচের বিরামচিহ্ন সমূহের নাম লিখ : কমা, সেমিকোল, বিস্ময়চিহ্ন, কোলন ও কোলন ড্যাশ। ১২. ক. সদ্ভাব খ. শিক্ষক ছাত্র পড়াচ্ছেন গ. গণ ঘ. পুক্সখানুপুক্সখ ঙ. পদ্মফুল চ. আকাল ছ. অঞ্চল জ. আল্লাহ ঝ. সারা শরীর ঞ. প্রাতঃ + কাল।

১৩. বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও বিশেষণ।

১৪. নিচের বামপাশের তথ্যের আলোকে ডানপাশ মিল কর : ক. ভাষা বিশেষণ করা খ. শব্দতত্তে¡ গ. রূপতত্তে¡ ঘ. বর্ণ ঙ. এন বি হ্যালহেড।

১৫. সত্য/মিথ্যা নির্নয় কর : ক. মিথ্যা খ. সত্য গ. গ. মিথ্যা ঘ. সত্য ঙ. মিথ্যা।

১৬. যুক্তবর্ণগুলো ভেঙে লিখ : হ্ন → হ + ন , জ্ঞ → জ+ঞ, ঞ্চ → ঞ+চ ; হ্ম → হ + ম, ঞ্জ →ঞ+জ।

১৭. নিজে কর ১৮. নিজে কর

১৯. বঙ্গানুবাদ কর : ক. পিতামাতাকে সম্মান কর। খ. মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না গ. সে কথা কম বলে কিন্তু কাজ করে বেশি। ঘ. সত্যবাদিতা একটি মহৎ গুণ ঙ. ধনীরা সর্বদা সুখী নয়।

Final Words :

To get all latest information regarding the cadet admission process and best preparation contents, please keep following us. Wishing best luck for all cadet admission seekers!

Related Posts

Cadet College Admission Preparation 2024 : Current Affairs

As part of Cadet College Admission Preparation 2024, we put up some updates regarding current affairs around the World. The following questions & answers will surely help candidates prepare for…

Cadet College Admission Test 2024 Preparation : Model Test (English & GK)

In order to help you prepare for Cadet College Admission Test 2024, today we put up a model test involving English and General Knowledge. Check answer keys at the end…

You Missed

Cadet College Admission 2025 : Application Likely Begin Late November

MoU on Research Collaboration Signed Between UIU and iDE

MoU on Research Collaboration Signed Between UIU and iDE

Adaptive sport: Breaking Down Barriers and Building Inclusion for all Ages 

Adaptive sport: Breaking Down Barriers and Building Inclusion for all Ages 

Canada : Best Option For Higher Study Abroad

Navy 2025-A DEO Batch Circular : Application May 12 to July 3

MCSK Admission 2025 : Circular Likely In November

MCSK Admission 2025 : Circular Likely In November