Cadet College Admission Test 2022 : Model Test 1

Strong and right preparation as per the syllabus is the key to getting ultimate success in the cadet college admission test.

In order to help students best prepare, we are regularly publishing lessons involving all four subjects covered in the syllabus. So please keep following us!

Below Is A Model (Partial) Test For Cadet College Admission Test 2022 :

English – 30

  1. Match a word in column A with a word in column B that has similar meaning.
    Column A Column B
  2. Annually courageous
    Heroic freedom
    Liberation once a year
    Surrender promise
    Endure to bear
    Pledge admit defeat and give-up
  3. Make tag questions of the following statements.
    a. Either of them is innocent, aren’t they?
    b. Some of them were present, weren’t they?
    c. To swim is good, isn’t it?
    d. A barking dog seldom bites, does it?
    e. If it rains, I will not come, doesn’t it?
  4. Change the voice (Active to Passive)
    a. Please help me. → ———–.
    b. I know you. → ————-.
    c. Take care of your health. → ———–.
    d. He plucked me a flower. → ——————.
  5. Synonyms and Antonyms.
    a. Almighty (synonyms) →——-.
    b. Allure (antonyms) → ———–.
    c. Ambiguous (synonyms) →———-.
    d. Ambition (synonyms) →——–.
    e. Ancient (antonyms) →———–.
  6. Write a paragraph (Any one) → (Do yourself).
    a. 50th Independence Anniversary of Bangladesh.
    b. Environment Pollution.

READ MORE : You May Like This Below Link Also (just click) :

Practical English : Learn Usages of ‘How’s…? & What’s… Like?’

https://campusplanet.net/difference-between-how-is-and-whats-like/

বাংলা—- ২০


১। সংক্ষেপে উত্তর দাও :


ক। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান কত সালে মৃত্যুবরণ করেন? →
খ। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন? →
গ। ‘বাঙালি নারী’ প্রবন্ধটির রচয়িতা কে? →
ঘ। কবি আল-মাহমুদের প্রকৃত নাম কী? →
ঙ। ‘দৈনিক কর্ণফুলী’ পত্রিকাটির সম্পাদক কে? →
চ। ‘মহৎ প্রাণ’ এটি কার লেখ? →
ছ। ক্রিয়ার কাল কী? →
জ। ‘বাঙালিরা ভাত খায়’ কোন কালের উদাহরণ? →
ঝ। ‘তুমি যদি যেতে ভালো হত’ বাক্যটিতে ‘যেতে’ শব্দটি কোন কাল? →
ঞ। ‘আমরা রোজ বিকালে ক্রিকেট খেলতে যেতাম’— এটি কোন কালের উদাহরণ? →


২. সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও :


i. ১৯৭০ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় – বাক্যটি কোন কালের উদাহরণ?
ক। সাধারণ বর্তমান খ। ঐতিহাসিক বর্তমান গ। পুরাঘটিত বর্তমান ঘ। ঘটমান বর্তমান
ii. “শৈশবে আমরা আম কুড়াতে মজা পেতাম” – বাক্যটি কোন অতীত কালের উদাহরণ?
ক। সাধারণ খ। নিত্যবৃত্ত গ। ঘটমান ঘ। পুরাঘটিত
iii. প্রত্যেকটি ক্রিয়ার কয়টি করে রূপ থাকে?
ক। ২ টি খ। ৩ টি গ। ৪ টি ঘ। ৫ টি
iv. ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’ উদাহরণটি কোন বর্তমান কালের?
ক। ঘটমান খ। সাধারণ গ। নিত্যবৃত্ত ঘ। পুরাঘটিত
v. “সে পুরষ্কার পেয়েছে” – এটি কোন ধরনের বর্তমান কাল?
ক। সাধারণ খ। ঘটমান গ। পুরাঘটিত ঘ। অনুজ্ঞা

৩। সারাংশ লিখ : (নিজে কর)।


ভবিষ্যতের ভাবনা ভাবাই হলো জ্ঞানীর কাজ। পিঁপড়ে, মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্য ব্যতিব্যস্ত, তখন মানুষের কথা বলাই বাহুল্য। ফকির, সন্ন্যাসী যে ঘরবাড়ি ছেড়ে, আহার নিদ্রা ভুলে, পাহাড় জঙ্গলে চোখ বুজে বসে থাকে, সেটা যদি নিতান্ত গঞ্জিকার কৃপায় না হয়, তবে বলতে হবে ভবিষ্যতের ভাবনা ভেবে কোনো লাভ নেই। পণ্ডিতেরা তো বলে গেছেন, ’গতস্য শোচনা নাতি’। আর বর্তমান সে তো নেই বললেও হয়। এই যেটা বর্তমান, সেটা বলতে বলতে অতীত হয়ে গেলো। কাজেই নদীর তরঙ্গা গণনা আর বর্তমানের চিন্তা করা সমানই অনর্থক। ভবিষ্যতের মানব কেমন হবে সেটা একবার ভেবে দেখা উচিত।

READ MORE : You May Like This Below Link Also (Just Click) :

Military Collegiate School Khulna (MCSK) Admission Circular 2021 : Application Period Dec 5 To Feb 1

https://campusplanet.net/mcsk-admission-circular-2022-application-period-dec-5-to-feb-1/

সাধারণ জ্ঞান : ২০


১। শূন্যস্থান পূরণ কর :


ক। চিনির দ্রবণ একটি—– দ্রবণ।
খ। কম্পিউটারের প্রসেসরকে ঠান্ডা করার জন্য—-লাগানো হয়।
গ। মনিটর পরিষ্কার করতে হয় নরম—– দিয়ে।
ঘ। রাষ্ট্র—-উপাদান দ্বারা গঠিত।
ঙ। ভারতের আয়তন——- বর্গ কিলোমিটার।

. সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লিখ :


ক। রাষ্ট্রের শান্তি শৃক্সখলা রক্ষার জন্য সরকার আইন প্রণয়ন করে। →
খ। বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ৯০ লক্ষ, ৭২ হাজার ৩৬০ জন। (আদমশুমারি রিপোর্ট – ২০২১) →
গ। দ্রবণ = দ্রব + দ্রাবক →
ঘ। একের অধিক বিভিন্ন পদার্থের সংমিশ্রণে যা পাওয়া যায় তাকেই আমরা মিশ্রণ বলি। →
ঙ। জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে চারটি বিবেচ্য বিষয় রয়েছে। →

৩. এক কথায় উত্তর দাও :

ক। দ্রব কি? →
খ। বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? →
গ। অসম্পৃক্ত দ্রবণের একটি উদাহরণ দাও। →
ঘ। নাগরিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি? →
ঙ। নাগরিকত্ব লাভের প্রধান উপায় কয়টি? →


৪। পূর্ণরূপ লিখ :

ক। ADF →—.       খ। CFC → —.


. রাজধানী ও মুদ্রার নাম লিখ :
ক। ইসরাইল → ——- খ। উত্তর কোরিয়া → ———–। কুয়েত → —–।

গণিত—৩০


নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :


১। একটি কাজ ক ১২ দিনে ও খ ২০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ঐ কাজটি কতদিনে করতে পারবে? → ——–।
২। ২ জন পুরুষ ৩ জন বালকের সমান কাজ করতে পারে। ৪ জন পুরুষ ও ১০ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে। ঐ কাজটি ৬ জন পুরুষ ও ১৫ জন বালক কতদিনে করতে পারবে? →—-।
৩। একটি বাঁধ তৈরি করতে ৩৬০ জন শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কত জন অতিরিক্ত শ্রমিক লাগবে? →—-।
৪। একটি আয়তকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি।
ক। বাগানটির প্রস্থ x মিটার হলে, এর পরিসীমা x এর মাধ্যমে লেখ। →—।
খ। বাগানটির পরিসীমা ৩৬ মিটার হলে এর প্রস্থ কত? →—-।
গ। বাগানটি পরিষ্কার করতে মোট ৩২০ টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে?—-।


৫। তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল ২৭ হলে সংখ্যা তিনটি নির্ণয় কর। →—-।

Answer Keys :

English :

  1. Match the column : Annually : once a year, Heroic : courageous, Liberation : freedom, Surrender : admit defeat and give-up, Endure : To bear, pledge : promise.
  2. Make tag questions of the following statements : A. aren’t they B. weren’t they C. isn’t it D. does it E. doesn’t it.
  3. Change the Voice : a. You are requested to help me. b. You are known to me. c. Let your health be taken care of. d. A flower was plucked by him for me.
  4. Synonyms and Antonyms : a. Absolute, All powerful b. Repulse, Reject c. Ambivalent, Confused. d. Purpose, Desire. e. Modern, Recent.
  5. Do yourself.

বাংলা : ১. সংক্ষেপে উত্তর দাও : ক. ২০২০ সালে খ. মোহম্মদ শহীদুল্লাহ গ. আনিসুজ্জামান ঘ. মীর আব্দুস শকুর আল-মাহমুদ ঙ. আল-মাহমুদ চ. ড. মোহম্মদ লুৎফর রহমান ছ. ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে। জ. সাধারণ বর্তমান ঝ. নিত্যবৃত্ত অতীত কাল। ঞ. নিত্যবৃত্ত অতীত।
২. সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও : i. খ. ii. খ iii. গ iv. খ v. গ।
৩. নিজে কর।

সাধারণ জ্ঞান : ১. শূন্যস্থান পূরণ কর : ক. সমসত্ব খ. ফ্যান গ. সুতি কাপড় ঘ. ৪টি ঙ. ৩২, ৮৭, ২৬৩।
২. সত্য হলে ‘স’ এবং মিথ্যা হলে ‘মি’ লিখ : ক. স খ. মি গ. স ঘ. স ঙ. মি।
৩. এক কথায় উত্তর দাও :
৩। এক কথায় উত্তর দাও : ক. দ্রব = দ্রবণ + দ্রাবক খ. গণতান্ত্রিক / মন্ত্রিপরিষদ শাষিত গ. ব্রালি ও পানির মিশ্রণ ঘ. ৪ টি ঙ. ২ টি।
৪. পূর্ণরূপ লিখ :
ক। Automatic Document Feeder খ.→ Common Fund for Commodities.
৫. রাজধানী ও মুদ্রার নাম লিখ : ক. জেরুজালেম, পাউন্ড খ. পিয়ং ইয়ং, ওয়ানগ গ. কুয়েত সিটি, দিনার।

গণিত : ১. সাড়ে ৭ দিন ২. ১৪ দিন ৩. ১৪০ জন ৪. ক. ২(২x+২) খ. ৪ মিটার গ. ৪ টাকা ৫. ৭, ৯, ১১ ।

Related Posts

Cadet College Admission Preparation 2024 : Current Affairs

As part of Cadet College Admission Preparation 2024, we put up some updates regarding current affairs around the World. The following questions & answers will surely help candidates prepare for…

Cadet College Admission Test 2024 Preparation : Model Test (English & GK)

In order to help you prepare for Cadet College Admission Test 2024, today we put up a model test involving English and General Knowledge. Check answer keys at the end…

You Missed

Cadet College Admission 2025 : Application Likely Begin Late November

MoU on Research Collaboration Signed Between UIU and iDE

MoU on Research Collaboration Signed Between UIU and iDE

Adaptive sport: Breaking Down Barriers and Building Inclusion for all Ages 

Adaptive sport: Breaking Down Barriers and Building Inclusion for all Ages 

Canada : Best Option For Higher Study Abroad

Navy 2025-A DEO Batch Circular : Application May 12 to July 3

MCSK Admission 2025 : Circular Likely In November

MCSK Admission 2025 : Circular Likely In November